ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে বৃদ্ধকে হত্যার অভিযোগে গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
জয়পুরহাটে বৃদ্ধকে হত্যার অভিযোগে গ্রেফতার ৩ হত্যার অভিযোগে গ্রেফতার তিন যুবক। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাট সদরে এক বৃদ্ধকে হত্যার অভিযোগে দুই সহোদরসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদরের চকবরকত নামুজা গ্রামের একটি মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- রাসেল ও আজম নামে দুই ভাই এবং প্রতিবেশী সোহাগ।

তারা সবাই ওই গ্রামের বাসিন্দা।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে সদরের চকবরকত নামুজা এলাকার বাসিন্দা নবীবর রহমান (৭০) বাড়ির পাশের দোকানে গিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় রাতেই নিহতের ছেলে আমজাদ হোসেন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যার অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। সোমবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। দুপুরে অভিযান চালিয়ে দুই সহোদরসহ ওই তিন যুবককে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পুলিশের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।