ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাহুবলে শ্লীলতাহানীর অভিযোগে বখাটের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
বাহুবলে শ্লীলতাহানীর অভিযোগে বখাটের কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে সুমন মিয়া (২১) নামে এক বখাটে যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সুমন উপজেলার নারিকেলতলা গ্রামের ছোরাব উল্লার ছেলে।

বাংলানিউজকে ইউএনও জসিম উদ্দিন জানান, দুপুরে স্থানীয় দীননাথ ইনস্টিটিউটের দশম শ্রেণির এক ছাত্রীর পথরোধ করে শ্লীলতাহানীর চেষ্টা করেন সুমন। পরে ওই স্কুলছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বাহুবল থানা পুলিশ সুমনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সামনে হাজির করে। এসময় সুমন তার দোষ স্বীকার করলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বাংলানিউজকে বলেন,  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।