ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘ছিনতাইয়ের কবলে পড়া’ প্লেনে ছিলেন না এমপি বাদল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
‘ছিনতাইয়ের কবলে পড়া’ প্লেনে ছিলেন না এমপি বাদল

সংসদ থেকে: জাসদের কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মঈনুদ্দিন খান বলেছেন, চট্টগ্রামের শাহ আমানত আন্তজাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের কবলে পড়া দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ছিলেন না। 

সেই সঙ্গে এই ঘটনা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করায় পাইলট ও ক্রুদের পুরস্কৃত করার দাবি জানান তিনি।  

পড়ুন>>মামলা জট কমানো সরকারের চ্যালেঞ্জ

সোমবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মঈনুদ্দিন খান বাদল এ কথা জানান।

এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনে কার্যক্রম শুরু হয়।  

জাসদনেতা বাদল বলেন, ‘পত্র-পত্রিকায় এসেছে আমি ওই প্লেনের যাত্রী ছিলাম। আসলে আমি বিমানের ওই ফ্লাইটের যাত্রী ছিলাম না। ভুলটা ভাঙিয়ে দিলাম। ’ 
‘প্রধানমন্ত্রী চট্টগ্রাম গিয়েছিলেন- আমি সেখান থেকে ঢাকায় আসার জন্য বিমানবন্দরে গিয়েছিলাম। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ শিংও সেখানে ছিলেন। আমি সংসদ সদস্য (এমপি) হিসেবে নৈতিক কারণেই তখন টার্মাকে গিয়েছিলাম। ’

তিনি বলেন, ‘পত্র-পত্রিকায় এসেছে পাইলটের সঙ্গে ছিনতাইকারীর মল্লযুদ্ধ ও গুলি হয়েছে। আসলে এসব কিছুই হয়নি। আমাদের দেশে প্রকৃত বীরদের যথাযথ সম্মানিত হয় না। পাইলট, ক্রুরা সাহসিকতার সঙ্গে এই ঘটনা মোকাবিলা করেছেন। আমি প্রধানমন্ত্রীকে বলবো এদের পুরস্কৃত করা উচিত। ’

‘এ ধরনের ঘটনায় বিশ্বেও অনেক দেশে বিমানবন্দর দীর্ঘ সময় বন্ধ থাকে। আমরা মাত্র ২ ঘণ্টা ৩২ মিনিটে বিমানবন্দর খুলে দিতে পেরেছি। এতে আমাদের পারদর্শিতা প্রমাণ হয়েছে। তাদের পুরস্কৃত করা উচিত। ’ 

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯ 
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।