ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাকৃবি শিক্ষক সমিতির নতুন কমিটি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
বাকৃবি শিক্ষক সমিতির নতুন কমিটি বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. লুৎফুল হাসান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান। ছবি-সংগৃহীত

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির ২০১৯ সালের নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। 

নির্বাচনে সভাপতি পদে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।  

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারি।


 
নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আবু হাদী নুর আলী খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক-১ ড. মোহাম্মদ নুরুজ্জামান, যুগ্ম-সম্পাদক-২ মো. জাহাঙ্গীর আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ড. মো. নুরুল হায়দার, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক রাজেশ নন্দী এবং সমাজকল্যাণ সম্পাদক ড. আবু হায়দার মো. সাইফুল ইসলাম।  

এছাড়াও ছয়টি সদস্য পদে অধ্যাপক ড. মো. এনামুল হক, অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক, অধ্যাপক মো. জিল্লুর রহমান, অধ্যাপক ড. এসএম লুৎফুল কবির এবং অধ্যাপক ড. ইসমত আরা বেগম জয়ী হয়েছেন।

এবারের শিক্ষক সমিতি নির্বাচনে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সোনালী দল নির্বাচন বর্জন করে। নির্বাচনে নিজেদের আওয়ামীপন্থি দাবিকৃত গণতান্ত্রিক শিক্ষক ফোরাম ও নীল দল অংশগ্রহণ করে। গণতান্ত্রিক শিক্ষক ফোরাম ১৫ সদস্যের পূর্ণ প্যানেল ও নীল দল সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যপদে তিন সদস্যের আংশিক প্যানেল ঘোষণা করে। ফলে বিনা প্রতিযোগিতায় গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সতজন নির্বাচত হন। অপর আট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন সম্পর্কে নীল দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার নাথ বলেন, নির্বাচন একটি প্রতিযোগিতা। আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষে, আওয়ামী লীগের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে সত্যিকার অর্থে ধারণ করি। অল্প সময়ে অল্প জনবল নিয়ে আমরা শুরু করেছিলাম। নির্বাচনে হার জিত থাকবেই। তবে আমরা শিক্ষকদের অনেক সাড়া পেয়েছি।  

এবারে নির্বাচনে প্রথমবারের মতো ব্যবহৃত ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম সম্পর্কে তিনি বলেন, এটি কোনো স্বীকৃত পদ্ধতি নয়। এখানে অনিয়মের সুযোগ রয়েছে। আমরা আগেই আশঙ্কার কথা প্রিজাইডিং অফিসারকে জানিয়েছিলাম।  

প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম ব্যবহার করে আমরা সফল হয়েছি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।