ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দ্বিতীয় পদ্মা সেতু হলে ঢাকার ওপর চাপ কমবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
দ্বিতীয় পদ্মা সেতু হলে ঢাকার ওপর চাপ কমবে জাতীয় সংসদ

জাতীয় সংসদ ভবন থেকে: দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি জানিয়ে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেছেন, দৌলতদিয়া-পাটুরিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হলে ঢাকার ওপর চাপ কমবে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

কাজী কেরামত আলী বলেন, আমি দৌলতদিয়া-পাটুরিয়া দ্বিতীয় পদ্মা সেতুর কথা বার বার বলি।

দ্বিতীয় পদ্মা সেতুর কথা বললে প্রধানমন্ত্রী হয় তো রাগ করবেন। মনে করবেন বার বার একই কথা বলে। কিন্তু দ্বিতীয় পদ্মা সেতু হলে ঢাকার ওপর চাপ কমবে। আমি নিজেও তো ঢাকায় থাকবো না। এই সেতু হলে মানুষ দ্রুত ঢাকার সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং আবার ফিরে যেতে পারবে।

কাজী কেরামত আলী দৌলতদিয়া-পাটুরিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবির পাশাপাশি রাজবাড়ী ও পাবনার মধ্যে যোগাযোগ সহজ করার জন্য নাজিরগঞ্জ ও জৌকুড়ায় সেতু নির্মাণের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯ 
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।