ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে ২ বেকারিকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
ত্রিশালে ২ বেকারিকে জরিমানা

ময়মনসিংহ: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দুই বেকারিকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ জরিমানা করেন।  

তিনি জানান, দুপুরে উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় উপজেলা সদরের ‘বিসমিল্লাহ বেকারি’ ও ‘মা-মনি বেকারি’কে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহ কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর জেসমিন সুলতানা, অফিস সহকারী মোজাম্মেল হক রিয়াদসহ জেলা ও উপজেলা পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এমএএএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।