ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হলে জনভোগান্তি কমবে: কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হলে জনভোগান্তি কমবে: কাদের ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজ

ঢাকা: মেট্রোরেল প্রকল্পের কাজ বাস্তবায়িত হলে জনভোগান্তি কমবে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে মেট্রোরেলের পুরো কাজ শেষ হবে। একইসাথে চলতি বছরের ডিসেম্বরেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে এমআরটি লাইন ৬-এর প্যাকেজ ৫-এর উদ্বোধন করে মন্ত্রী একথা জানান।

এসময় মন্ত্রী বলেন, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ প্রকল্পের স্টিল স্ক্রু পাইল ড্রাইভিংয়ের কাজ শুরু হয়েছে।

ইতোমধ্যে মেট্রোরেলের ২ হাজার ৫০০ মিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩ দশমিক ১৯৫ কি.মি ভায়াডাক্ট ও ৩টি স্টেশন নির্মাণের জন্য পরিসেবা স্থানান্তর ও চেকবোরিং সম্পন্ন হয়েছে। ১৯৭টি ট্রায়াল পিটের মধ্যে ৩৫টি ট্রায়াল পিট এবং ৪৫০টি বোরড পাইলের মধ্যে ৩টি বোরড পাইল সম্পন্ন হয়েছ।  

এছাড়া প্রকল্পের সার্বিক (উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক) গড় অগ্রগতি ২১ দশমিক ৫০ শতাংশ এবং প্রথম পর্যায় (উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত) ৩৫ শতাংশ বলেও এসময় জানান মন্ত্রী।

বাংলাদেশ সময় : ০০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
টিএম/এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।