ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
বরিশালে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার ম্যাপ...

বরিশাল: বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী গ্রামে আমিনুল ইসলাম (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমিনুল ওই এলাকার আব্দুল গোমস্তার ছেলে।

আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘরের আড়ার সাঙ্গে মায়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় আমিনুল। খবর পেয়ে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক আব্বাস উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আমিনুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, আমিনুল নেশায় আসক্ত ছিল। প্রায়ই নেশার টাকার জন্য পরিবারের লোকজনকে মারধর করত। নেশার টাকা না পেয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘন্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।