ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
ঝিনাইদহে ৩ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ: ঝিনাইদহে পৃথক মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন ও তিনজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম এবং দ্বিতীয় আদালতের বিচারক গোলাম আজম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ এপ্রিল জেলার শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ বাজার থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ শাহাদৎ হোসেন ও জয়নাল আবেদিনকে আটক করা হয়।

পরে তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

অন্যদিকে, ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর জেলার কালীগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমানকে আটক করা হয়। পরে মাদক মামলায় শুনানি শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।  

এদিকে, ২০১৩ সালের ২৬ আগস্ট মহেশপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ৩৮০ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করা হয়। পরে মাদক মামলায় দীর্ঘ শুনানি শেষে বিচারক তিনজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।