বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে দুই জনের মধ্যে একজনে পরিচয় পাওয়া গেছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, বুধবার ভোরে চর শিবপুর গ্রামে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল একটি বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির লোকজন টের পেয়ে মোবাইল ফোনে আশপাশের লোকজনদের বিষয়টি জানায়। পরে গ্রামবাসী মাইকে ডাকাতের হামলার খবর ঘোষণা দেয়। এসময় সবাই ঘেরাও করে দুই ডাকাতকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলে এক ডাকাত মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আরেক ডাকাতকে আটক করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল সোয় ৩টার দিকে সেও মারা যায়।
ওসি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দেখে আলামিনের স্ত্রী তার পরিবার নরসিংদী থেকে বাঞ্ছারামপুরে এসে তার পরিচয় শনাক্ত করেন। দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
জিপি