ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মায়ের কোলে ফিরল সেই শিশুটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
মায়ের কোলে ফিরল সেই শিশুটি

চাঁপাইনবাবগঞ্জ: অবশেষে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা থেকে উদ্ধার হওয়া তিন মাস বয়সী সেই শিশুটি পুলিশ হেফাজত থেকে প্রকৃত মায়ের কোলে ফিরেছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শরিফুল ইসলাম ও ফেন্সি বেগম দম্পতি শিবগঞ্জ থানায় এসে তাদের সন্তানকে নিয়ে যান।  

শিশুটির নাম আরবি আখতার।

তার মা ফেন্সি ও বাবা শরিফুল গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে তাদের বাড়ি।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

** ৯৯৯-এ ছেলের ফোন পেয়ে মাকে থানায় নিলো পুলিশ

তিনি বলেন, বুধবার দুপুরে শিবগঞ্জ পৌরসভার শেখটোলায় জান্নাতুন বেগমের কোলে তিন মাস বয়সী একটি মেয়ে শিশু দেখে তার পরিচয় জানতে চান ছেলে সোহাগ (২৩)। কিন্তু মা কোত্থেকে কেন শিশুটিকে এনেছেন তা না বলায় ছেলে পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ কলে করেন। পরে পুলিশ গিয়ে ওই নারী ও শিশুটিকে থানায় নিয়ে আসে।

বিষয়টি জানতে পেরে ওই রাতেই শিশুটির প্রকৃত মা ফেন্সি বেগম ও বাবা শরিফুল ইসলাম ঢাকা থেকে শিবগঞ্জ থানায় ছুটে আসেন। শিশুটি বাবা-মা সন্তানকে ফিরে পাওয়ার পর এ ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ না নিতে অনুরোধ জানান। পরে একটি সাধারণ ডায়রি (জিডি) করে জান্নাতুল বেগমকে ছেড়ে দেওয়া হয়।

শিশু আরবি আখতারের বাবা শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, পোশাক কারখানায় বাচ্চা নিয়ে ঢুকতে দেয় না। গাজীপুরে বাচ্চা লালন-পালনের খরচও বেশি। তাই অনেকটা বাধ্য হয়ে আমাদের মেয়েকে জান্নাতুল বেগমের কাছে লালন-পালনের জন্য রেখেছিলাম। কিন্তু সমস্যা সৃষ্টি হওয়ায় তারা তাদের বাচ্চাকে ঢাকা ফিরিয়ে নিয়ে যাবেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।