বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের বোরগাঁও বিলাশি বিলের পাশের একটি মৎস্য খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে ওই বিলের পাশের একটি মৎস্য খামারে অজ্ঞাত নারীর মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামানএ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ওই নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এসআরএস