বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পশ্চিমপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- একই গ্রামের আবুল কালাম মৃধার মেয়ে ফাতেমা খানম (৪) ও প্রতিবেশী সুরেশ রায়ের মেয়ে কুহেলী রায় (৪)।
স্থানীয়রা জানায়, দুপুরে ওই দুই শিশুর পরিবারের লোকজন তাদের না দেখে খোঁজ শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বাংলানিউহজকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এসআরএস