ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় পার্টির পোলিং এজেন্টের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
জাতীয় পার্টির পোলিং এজেন্টের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দায়িত্ব পালনকালে জাতীয় পার্টির পোলিং মো. বাদলের মত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি)  বিকেল ৫টার দিকে কড়াইল বস্তি এলাকার মাদ্রাসা কেন্দ্রে ভোট গণনাকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন।

এসময় সহকর্মীরা বাদলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী পোলিং এজেন্ট বাদলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বাদলের মৃত্যুর খবর শুনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ ও আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক হাসিবুল ইসলাম জয়সহ নেতারা হাসপাতালে ছুটে যান।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।