বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়ার শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জেসমিন পৌর শহরের গোকর্ণ ঘাট এলাকার নুরুল ইসলামের মেয়ে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির বাংলানিউজকে জানান, খবর পেয়ে জেসমিনের মরদেহ উদ্ধার করা হয়। কি কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর থেকে নিহতের মরদেহ রেখে স্বামী মাইন উদ্দিনসহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এনটি