ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনা-তেঁতুলিয়ায় ২ মাস মাছ আহরণ নিষিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
মেঘনা-তেঁতুলিয়ায় ২ মাস মাছ আহরণ নিষিদ্ধ মেঘনা-তেঁতুলিয়ায় মাছ আহরণ নিষিদ্ধ। ছবি: বাংলানিউজ

ভোলা: জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ০১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

মেঘনার নদীর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত ৯০ ও তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার অভয়াশ্রম এলাকা হিসেবে নিষেধাজ্ঞা থাকবে। এসময় ইলিশসহ যেকোনো মাছ ধরা, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষেধাজ্ঞা থাকবে বলে মৎস্য বিভাগ জানায়।

মৎস্য বিভাগ জানায়, এ দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ডিম ছাড়ে। আর তাই ১৯০ কিলোমিটার এলাকা মাছের অভয়াশ্রম। মাছের ডিম ছাড়ার প্রক্রিয়া নির্ভিগ্ন করতে মাছ আহরণ বন্ধ থাকবে। এসময় নিষেধাজ্ঞা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেল-জরিমানা করা হবে।

ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বাংলানিউজ বলেন, জেলেরা যাতে ইলিশ না ধরে সে জন্য প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক সভা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার পর থেকেই ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ।  

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা সময়ে জেলেদের জন্য বিশেষ ভিজিএফ চাল দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধিত ৫২ হাজার জেলে পরিবার প্রতিমাসে ৪০ কেজি করে মোট চার মাস চাল পাবে।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।