ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগার থেকে ইয়াবাসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
কাশিমপুর কারাগার থেকে ইয়াবাসহ যুবক আটক প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর দর্শনার্থী কক্ষ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দ্বীন ইসলাম (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়।

আটক দ্বীন ইসলাম শরিয়তপুরের নড়িয়া থানার বিজারী বাজার এলাকার গিয়াস উদ্দিন বেপারীর ছেলে। তারা সপরিবারে ঢাকার মধ্যবাড্ডা এলাকায় বাসা ভাড়ায় থাকেন।

 

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আলী জিন্নাহ জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি মাদক মামলার এক আসামিকে ইয়াবা ট্যাবলেট দিতে যান দ্বীন ইসলাম। এ সময় কারাগার-১ এর দর্শনার্থী কক্ষ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে কারারক্ষীরা। ওই সময় রিমান্ডের আসামি আনতে কারাগারে যাওয়া বাসন থানা পুলিশ উপস্থিত ছিল। পরে কারা কর্তৃপক্ষ ইয়াবাসহ আটক দ্বীন ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করে।  

তিনি জানান, এ ব্যাপারে বাসন থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।