বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ছোট যমুনা নদীর কালীতলা ঘাটে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ। সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী এর সভাপতিত্ব করেন।
বাংলানিউজকে সংগঠনটির সভাপতি বলেন, ছোট যমুনা নদীপারে এরই মধ্যে চালকলসহ বিভিন্ন কলকারখানা গড়ে তুলেছে প্রভাবশালীরা। আর ওইসব কলকারখানার যাবতীয় বর্জ্য নদীতে মিশে পানিসহ দূষণ করছে পরিবেশ। এছাড়া বিভিন্ন মন্দির ও শ্মশানের নামে নদী দখল করা হচ্ছে। তাই দ্রুত নদীকে দূষণ ও দখলমুক্ত করা না গেলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি সৌন্দর্য হারাবে নওগাঁ শহর।
নদী হচ্ছে শহরের মা উল্লেখ করে নদীকে পরিস্কার রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী ও নারী নেত্রীরা। পরে শিক্ষার্থীরা তাদের নিজ হাতে তৈরি করা রঙিন কাগজের নৌকা ভাসিয়ে এ প্রতীকী প্রতিবাদ জানায়।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এসআরএস