বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল কারমাইকেল কলেজের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র এবং মিঠাপুকুরের পায়রাবন্দ জয়রাম আনোয়ার গ্রামের গণি মিয়ার ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত (ওসি) জাফর আলী বাংলানিউজকে বলেন, দুপুরে পলাশবাড়ীর গাইবান্ধা থেকে আসা একটি স্কুলের পিকনিকের বাসের সঙ্গে অপর দিক যাওয়া একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তরিকুল নিহত হয়। নিহত ছাত্র কলেজ থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। এ দুঘর্টনায় আরো ১০ জন আহত হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এএটি