ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে র‌্যাব-৯’র নতুন অধিনায়ক আসাদুজ্জামান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
সিলেটে র‌্যাব-৯’র নতুন অধিনায়ক আসাদুজ্জামান

সিলেট: সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৯ এর নতুন অধিনায়ক হিসেবে যোগ দিয়েছেন উইং কমান্ডার মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) তিনি সিলেটে র‌্যাব-৯ এর অধিনায়কের দায়িত্বভার গ্রহণ করেন। এরআগে তিনি গত ৩ ফেব্রুয়ারি র‌্যাব সদর দফতরে যোগদান করেন।

পরবর্তীতে তাকে র‌্যাব-৯ এর অধিনায়ক হিসেবে বদলি করা হয়।
 
র‌্যাব-৯ এ যোগদানের আগে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সদর দফতরে ছিলেন। নতুন অধিনায়ক হিসেবে সততা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন আসাদুজ্জামান।

গত ২৮ ফেব্রুয়ারি র‌্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমদকে বিজিবিতে (বর্ডার গার্ড বাংলাদেশ) বদলি করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।