ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মানিকছড়ি উপজেলা মহিলা দলের সা. সম্পাদক বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
মানিকছড়ি উপজেলা মহিলা দলের সা. সম্পাদক বহিষ্কার

খাগড়াছড়ি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিউলী বেগমকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

শিউলী বেগম উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে নির্বাচন করছেন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুহেলি চাকমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৮ ফেব্রুয়ারি থেকে এ বহিষ্কারাদেশ কার্যকর হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিউলি বেগম দলের মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে থাকার পরও দলের কোনো কর্মসূচিতে অংশ নেয়নি। গত জাতীয় নির্বাচনে নির্যাতিত নেতাকর্মীদের খোঁজ-খবর নেয়নি এবং তাদের পাশেও দাঁড়াননি। সর্বশেষ বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছে। যা দলের শৃঙ্খলা পরিপন্থী ও দলের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তাই তাকে মানিকছড়ি মহিলা দলের সাধারণ সম্পাদক পদ ও দলের সাধারণ সদস্যসহ সব প্রকার পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।