শিউলী বেগম উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে নির্বাচন করছেন।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুহেলি চাকমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিউলি বেগম দলের মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে থাকার পরও দলের কোনো কর্মসূচিতে অংশ নেয়নি। গত জাতীয় নির্বাচনে নির্যাতিত নেতাকর্মীদের খোঁজ-খবর নেয়নি এবং তাদের পাশেও দাঁড়াননি। সর্বশেষ বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছে। যা দলের শৃঙ্খলা পরিপন্থী ও দলের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তাই তাকে মানিকছড়ি মহিলা দলের সাধারণ সম্পাদক পদ ও দলের সাধারণ সদস্যসহ সব প্রকার পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এডি/ওএইচ/