বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কিরণ শংকর হালদার এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
বনি খান নিকলী উপজেলার ভাটি নানশ্রী গ্রামের বাবুল খানের ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার সাঁতারপুর গ্রামের মো. আল আমিনের মেয়ে সেতারা বেগমকে বিদ্যালয় ও কোচিংয়ে আসা-যাওয়ার পথে আসামি বনি খান প্রায়শই সেতারাকে উত্যক্ত করতেন। ২০১৪ সালের ২২ মার্চ কোচিংয়ে যাওয়ার পথে শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন কুমুদিনী প্রাইমারি স্কুলের সামনে থেকে বনি খানের নেতৃত্বে ২/৩ জন সেতারাকে একটি মাইক্রোবাসে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। দুইদিন পর সেতারাকে পাকুন্দিয়া উপজেলার আজলদী গ্রাম থেকে পুলিশ উদ্ধার করে।
এ ব্যাপারে বনি খানসহ তার বাবা ও বড় ভাইকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামি বনি খানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ বাংলানিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এনটি