ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
বগুড়ায় বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা বগুড়ায় বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা

বগুড়া: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে নির্মাণ শিল্পীদের দক্ষতা ও সচেতনতাকে এগিয়ে ‘শৈল্পিক নির্মাণ রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক কর্মশালা বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের অভিজাত কমিউনিটি সেন্টার উরিনার মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। চলে প্রায় রাত সাড়ে ৯টা পর্যন্ত।

এই কর্মশালায় ৬০জন রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন।

মের্সাস জাহাঙ্গীর ট্রেডার্সের সত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় স্থাপনা নির্মাণ কৌশল ও নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন বগুড়া শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. আলতাফ হোসেন।

এছাড়া বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো. শহীদ হাসান ও ইঞ্জিনিয়ার মো. হাসিনুর রহমান।

বসুন্ধরা সিমেন্টের গুনাগুণ ও মান নিয়ে নর্থ উইংয়ের ইনচার্জ মো. আশিক আহমেদ তার আলোচনায় বলেন, ধারাবাহিক গুণগত মানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতু অ্যাপ্রোচ রোড মেট্টোরেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড, এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলনা ফ্লাইওভার প্রকল্প, কালসি টাওয়ার প্রকল্প, রুপসা রেল সেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতো বড় স্থাপনাগুলোতে ব্যবহার হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।

উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্ট রাজশাহী বিভাগের ডিএসআই মো. সোহেল রানা, এএসএম মো. সোহেল রানা সরকার, কর্মকর্তা সোলায়মান আলী। এছাড়াও কর্মশালায় বগুড়ার বিভিন্ন অঞ্চলের পরিবেশকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এমবিএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।