ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডোমার পাঙ্গা মটকপুর ইউনিয়নের ভোটে নৌকার বিজয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
ডোমার পাঙ্গা মটকপুর ইউনিয়নের ভোটে নৌকার বিজয় ...

নীলফামারী: নীলফামারীর ডোমারে পাঙ্গা মটকপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এমদাদুল ইসলাম।

তিনি ভোট পেয়েছেন ৫ হাজার ৪২৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম ভুট্ট।

তিনি ভোট পেয়েছেন ৫ হাজার ২৫৮।

বৃহস্পতিবার (২৮ ফেব্রয়ারি) সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে রিটার্নি কর্মকর্তা ও ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম রাতে বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করেন। ওই নির্বাচনে তিনজন প্রার্থী ছিলেন। এর মধ্যে আরিফ রব্বানী লাজু (আনারস) পেয়েছেন ১ হাজার ৬২৬ ভোট।

গত বছরের ২১ নভেম্বর ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করায় সেখানে ২২ জানুয়ারী নির্বাচন কমিশন উপ নির্বাচনের তফসিল ঘোষনা করেছিল। সেই নির্বাচনী তফসিলের সকল প্রক্রিয়া শেষে আজ ভোট গ্রহন অনুষ্ঠিত হলো।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।