...
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নের টক্কারপোল এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, টক্কারপোল এলাকার খালে বস্তাবন্দি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হবে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অজ্ঞাত যুবকের নাম পরিচয় জানা চেষ্টা করছি। হত্যাকাণ্ডের বিষয়ে ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৪২৪ ঘন্টা, ০১ মার্চ, ২০১৯
এসআর/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।