মন্ত্রী আরো বলেন, আমরা প্রতিটি জেলায় এবং উপজেলায় আমাদের যে ধরনের সম্ভাবনাময় কুটির শিল্পে নারী ও তরুণ শিক্ষিতদের প্রাধান্য দিয়ে যারা নিজেরা কর্মহীন তারা সেখানে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করবে। বিশেষ করে নারী সমাজের কর্মসংস্থান বেশি সৃষ্টি হবে।
তিনি মেলায় অংশ গ্রহনকারীদের বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন, এসএমই মেলার মূল্য উদ্দেশ্য স্থানীয় মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তা তৈরী করে তাদের উৎপাদিত পণ্যের বাজারজাত ও মার্কেট সৃষ্টি করা। এখানে বেশি মুনাফা লাভের আশায় কেউ বিদেশি পণ্য আনবেন না। এতে আমাদের উদ্দেশ্য ব্যাহত হবে।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম, নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ সভাপতি আলী হোসেন শিশির, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আবদুর মোতালিব পাঠান, জেলা আওয়ামীলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্ধ।
পরে মন্ত্রী ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন। এসএমই পণ্য মেলা মেলা চলবে বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত।
বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৯
এমএমএস