ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত সম্রাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত সম্রাট ...

পঞ্চগড়: পঞ্চগড় জেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট মোটরসাইকেল প্রতীকে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন সরকারি ভাবে আনোয়ার সাদাত সম্রাটকে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পঞ্চগড় জেলার ৫টি উপজেলার ১৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আনোয়ার সাদাত সম্রাট মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩১৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ২২৯টি ভোট।

অপর প্রার্থী বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন ঘোড়া প্রতীকে ভোট পান ৩০টি, প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুর স্ত্রী জহুরা প্রধান টেবিল ফ্যান প্রতীক শূন্য ভোট এবং অধ্যক্ষ দেলদার রহমান দিলু আনারশ প্রতীকে ১টি ভোট পান।

জেলা রিটানিং অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে জেলার ৫ উপজেলা, ২ পৌরসভা এবং ৪৩ ইউনিয়নের ১৩৪ জন নারী ও ৪৪৯ জন পুরুষসহ মোট ৫৮৩ জন জনপ্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে বৈধ হয় ৫৭৭টি ভোট এবং বাতিল হয় ৬টি ভোট।

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।