ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
কিশোরগঞ্জে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কিশোরগঞ্জে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কিশোরগঞ্জ: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে ১৩ উপজেলায় চেয়ারম্যান পদে ৫০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেয়া হয়।

কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে কিশোরগঞ্জ সদর, নিকলী, বাজিতপুর, কুলিয়ারচর, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এই ৭টি উপজেলার মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল।

অন্যদিকে বাকি ৬টি উপজেলা করিমগঞ্জ, তাড়াইল, হোসেনপুর, পাকুন্দিয়া কটিয়াদী ও ভৈরব উপজেলার মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার কিশোরগঞ্জের জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়ে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫৬ জন, ভাইস চেয়ারম্যান পদে মোট ৮২ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

তৃতীয় ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ।

বাংলাদেশ সময়: ০৫ ঘন্টা, ০১ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।