ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি বাংলাদেশ ছাত্র পরিষদের ব্যানারে এ মানববন্ধন /ছবি: শাকিল

ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকরি প্রত্যাশীরা।

শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি নিয়ম অনুসরণের ফলে বেসরকারি ব্যাংকসহ বহুজাতিক কোম্পানিগুলো ৩০ বছরের ঊর্ধ্বে নিয়োগ দেওয়া হয় না।

ফলে বেসরকারি ক্ষেত্রেও কর্মের সুযোগ সংকুচিত হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের কর্মক্ষমতা ও গড় আয়ু বাড়লেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হচ্ছে না। বিষয়টি বিবেচনা করে বয়স বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র পরিষদের সভাপতি আল আমিন রাজু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় নেতা আবু বকর, ফাজরিয়া নাজমীন, শেখ ফয়সল ও সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
টিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।