শুক্রবার (১ মার্চ) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘স্বাধীনতার মাসকে আরও অর্থবহ করার জন্য জাতীয় ভোটার দিবস ১ মার্চ করা হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজেদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার, পুলিশ সুপার (ওসি) জিহাদুল কবির, জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।
আলোচনা সভার আগে চাঁদপুর সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি কুমিল্লা সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
জিপি