ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন: আ’লীগ ১১, বিএনপি ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
মানিকগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন: আ’লীগ ১১, বিএনপি ৪

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। 

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সমিতির চতুর্থ তলার লাইব্রেরিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদের মধ্যে সভাপতি, সহ-সাধারণ সম্পাদকসহ ১১টি পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থকরা।

 এদিকে সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারটি পদে বিজয়ী হন বিএনপির সমর্থকরা।

সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল মজিদ ফটো পেয়েছেন ৩০৫ ভোট তার প্রতিদ্বন্দ্বী বিএনপি জামিলুর রশীদ খান পেয়েছেন ২০৭ ভোট, সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত মহিউদ্দিন আহমেদ পেয়েছেন ৩০৮ ভোট তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সামসুল হক পেয়েছেন ১৯৪ ভোট, বিএনপি সমর্থিত সাধারণ সম্পাদক পদে আক্তারুজ্জমান লিটন পেয়েছেন ২৭৩ ভোট তার প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসাইন খান পেয়েছেন ২৩৫ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে দিলীপ কুমার রাজবংশী (আওয়ামী লীগ) পেয়েছেন ২৬৩ ভোট তার প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবীর (বিএনপি) পেয়েছেন ২৪৪ ভোট,  অর্থ সম্পাদক পদে খোরশেদ আলম (আওয়ামী লীগ) পেয়েছেন ২৬৪ ভোট ও  কাজী শরিফ উদ্দিন মিজান (বিএনপি) পেয়েছেন ২৪০ ভোট, পাঠাগার সম্পাদক পদে মো. আরশেদ আলী (আওয়ামী লীগ) পেয়েছেন ২৯১ ভোট ও মো. আনোয়ার হোসেন মোল্লা (বিএনপি) পেয়েছেন ২১৫ ভোট, ক্রীড়া সম্পাদক পদে এস এম মাইনুল ইসলাম মিন্টু (আওয়ামী লীগ) পেয়েছেন ২৮০ ভোট ও দেওয়ান মোহাম্মদ মিজানুর রহমান (বিএনপি) পেয়েছেন ২২৩ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. বজলুর রহমান (আওয়ামী লীগ) পেয়েছেন ২৬৮ ভোট ও মুহাম্মদ আলমগীর হোসেন (বিএনপি) পেয়েছেন ২২৪ ভোট, হিসাব নিরীক্ষক দুটি পদে ফারজানা ইয়াসমীন (আওয়ামী লীগ) পেয়েছেন ২৮২ ভোট  ও মো. দেলোয়ার হোসেন (আওয়ামী লীগ) পেয়েছেন ২৫২ ভোট।

পাঁচটি সদস্য পদে আওয়ামী লীগ সমর্থক মো. আবুল হাশেম পেয়েছেন ২৮৮ ভোট, মোহাম্মদ আরশেদ আলম পেয়েছেন ২৬৭ ভোট,  দেওয়ান কাদরিয়া লেলিন পেয়েছেন ২৬১ ভোট, বিএনপি সমর্থক মোহাম্মদ সেলিম হোসেন পেয়েছেন ২৬১ ভোট, সোলায়মান হোসেন সেন্টু পেয়েছেন ২৫০ ভোট।  

মো. মনির হোসেন (আওয়ামী লীগ) পেয়েছেন ২২৩ ভোট, মো. সোহেল দেওয়ান (আওয়ামী লীগ)  পেয়েছেন ২১১ ভোট ।
জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রশীদ বৃহস্পতিবার দিনগত  রাত ২ টার দিকে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ৫৪১ জন ভোটারের মধ্যে ৫১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৬টি ভোট বাতিল হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
কেএসএইচ/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।