ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ বন্ধ, হল ত্যাগের নির্দেশ ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ

ঝিনাইদহ: বিভিন্ন দাবিতে ছাত্র আন্দোলনের মুখে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (০১ মার্চ) সকাল ১১টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে নির্দেশ দেয়া হয়।  

কলেজ কর্র্তৃপক্ষ জানায়, এ কলেজের শিক্ষার্থীরা কলেজটিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ফ্যাকাল্টিভুক্ত করার দাবি জানিয়ে আন্দোলন করে আসছিলেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করলেও এখনো দাবি বাস্তবায়ন করেনি। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন করে আন্দোলন শুরু করেন। কলেজ প্রশাসনকে অচল করে দিয়ে প্রধান গেট ও অফিসে তালা লাগিয়ে দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে হাতাহাতিতে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ কারণে কলেজ কর্তৃপক্ষ শুক্রবার সকালে কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন।  এরই মধ্যে শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ ড. অমলেন্দু ঘোষ বলেন, ছাত্রদের আন্দোলন সহিংস হয়ে উঠেছিল। তারা কলেজের অফিস, ক্লাসরুম, প্রধান গেট, ল্যাবরেটরিতে তালা ঝুলিয়ে দেন। কলেজটি অচল হয়ে পড়লে প্রশাসনের সঙ্গে পরামর্শ করে শিক্ষক পরিষদের মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।