শুক্রবার (১ মার্চ) সকাল ১১টার দিকে সিরাজদিখান উপজেলার ফুলহার গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত সেলিম ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) হাসান আক্তার, কনস্টেবল মেহেদি হাসান ও লিয়াকত আলী আহত হন।
সিরাজদিখান ও টঙ্গীবাড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, একাধিক মামলার আসামী সেলিম ও তার সহযোগীরা ধলেশ্বরী নদীতে ট্রলারে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে সেলিম গুলিবিদ্ধ হন। একপর্যায়ে ট্রলারটি নদীর তীরে নোঙর করে সেলিমকে ফেলে তার সহযোগীরা পালিয়ে যান। পরে সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও দু’টি রামদা’ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
এসআই