ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সশস্ত্র বাহিনীর যৌথ অনুশীলন ‘বজ্র আঘাত’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
সশস্ত্র বাহিনীর যৌথ অনুশীলন ‘বজ্র আঘাত’ অনুষ্ঠিত

ঢাকা: চট্টগ্রামের কুতুবদিয়া সংলগ্ন এলাকায় গত ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি সশস্ত্র বাহিনীর যৌথ সামরিক অনুশীলন এক্সসারসাইজ ‘বজ্র আঘাত’ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি তিন বাহিনী প্রধানরা চূড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ করেন এবং এ যৌথ অনুশীলনের মাধ্যমে কাঙ্খিত সফলতা অর্জিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন।

ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের যৌথ অনুশীলন পরিকল্পনা করা হবে বলে বাহিনী প্রধানরা প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করে পর্যায়ক্রমে ফোসের্স গোল-২০৩০ বাস্তবায়নের মাধ্যমে ক্রেডিবল ডিটারেন্স অর্জন করা সম্ভব হবে বলে বাহিনী প্রধানরা অভিমত ব্যক্ত করেন।  

এসময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে আন্তঃবাহিনীর যুদ্ধ কৌশলগত কার্যক্ষমতা বাড়ানো, যৌথ অপারেশন পরিকল্পনা সংক্রান্ত সক্ষমতা বাড়ানো ও যৌথ পরিমণ্ডলে তিন বাহিনীর নেতৃত্ব, নিয়ন্ত্রণ ও সমন্বিত যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত সক্ষমতা বাড়ানোর উদ্দেশে সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ছয় দিনব্যাপী এ যৌথ সামরিক অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত অনুশীলন থেকে লব্ধ জ্ঞান ভবিষ্যতে বাস্তবে প্রয়োগের জন্য সশস্ত্র বাহিনী সর্বদা সচেষ্ট থাকবে বলে বাহিনী প্রধানরা আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।