শুক্রবার (১ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বেনাপোলের ছোটআচড়া গ্রামের আফসারের ছেলে রশিদ(৩০) ও বাহাদুরপুর গ্রামের আলাউদ্দীনের ছেলে মিনার বিশ্বাস(৩২)।
বিজিবি জানায়, দুই হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমাণে টাকা নিয়ে বেনাপোল থেকে খু্লনার দিকে যাচ্ছেন এমন গোপন সংবাদে ৪৯ বিজিবি সদস্যরা যশোর-বেনাপোল সড়কের আমড়াখালীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান। এ সময় একটি পিকআপভ্যান থামিয়ে দুই জনের শরীর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বাংলানিউজকে জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এজেডএইচ/আরআইএস/