শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নালঘর রাস্তার মাথা থেকে নারীর মাথা-কব্জি উদ্ধার করা হয়।
পুরনো কাপড় ও একটি জ্যাকেট পরিহিত মরদেহটি ৪০ বছর বয়সী কোনো নারীর হতে পারে ধারণা করছে পুলিশ।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নালঘর রাস্তার মাথা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ছিন্ন-বিচ্ছিন্ন অংশ উদ্ধার করে থানায় নিয়ে আসে হাইওয়ে পুলিশ।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল ইসলাম আরও জানান, মাথার চুল ও হাত দেখে ধারণা করা হচ্ছে, মরদেহটি কোনো নারীর। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে ওই সড়কে দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। এরপর অসংখ্য যানবাহন মরদেহের ওপর দিয়ে চলে যাওয়ায় শরীরের কোনো মাংস-হাড়ও পাওয়া যায়নি। মাথার কঙ্কালটি পড়েছিলো। সঙ্গে ছিলো হাতের একটি কব্জি।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এএটি