বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর আবদুল্লাহ আল মারুফ বাংলানিউজকে জানান, আটক সাজ্জাদের বাড়ি রংপুরে।
আর এ পরিচয়কে পুঁজি করে চাকরিতে নিয়োগসহ নানা ধরনের অবৈধ সুবিধার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। এছাড়া প্রতারণার ক্ষেত্রে নিজেকে কখনো কখনো একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাও পরিচয় দিয়ে আসছিলেন।
মেজর আবদুল্লাহ আল মারুফ আরো বলেন, আটক সাজ্জাদ আসলে কিছুই করতেন না। প্রতারণাই তার একমাত্র পেশা।
শুক্রবার (১ মার্চ) বিকেল ৫টায় টিকাটুলীতে র্যাব-৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
পিএম/আরআর