ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে পুকুরের মাটি খুঁড়তে মিললো মর্টারশেল!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
ফেনীতে পুকুরের মাটি খুঁড়তে মিললো মর্টারশেল! ইনসেটে পুকুরের মাটি খুঁড়ে পাওয়া মর্টারশেল। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলায় পুকুরের মাটি খুঁড়তে গিয়ে একটি মর্টারশেলের সন্ধান পাওয়া গেছে। 

শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলার কিসমত বাসুরা গ্রামের একটি পুকুরে এ মর্টারশেলের সন্ধান পাওয়া যায়।

স্থানীয়রা জানান, সকালে ফুলগাজী উপজেলার কিসমত বাসুরা গ্রামের একটি পুকুরে মাটি কাটার সময় এক শ্রমিকের কোদালে লোহা জাতীয় বস্তু আটকে যায়।

পরে মাটি খননের পর দেখতে পান পিতলের তৈরি বিশাল আকারের একটি বস্তু। তাৎক্ষণিক এ খবর এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা থানায়, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। কুমিল্লা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীকে খবর দেন তিনি।
 
স্থানীয় প্রবীণদের ধারণা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মর্টারশেলটি নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু তা বিস্ফোরিত না হয়ে পুকুরেই থেকে গেছে।

খবর পেয়ে মর্টারশেলটি দেখার জন্য ঘটনাস্থলে পরিদর্শনে আসেন ফেনী পুলিশ সুপার (এসপি) এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে থানা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে মর্টারশেলটি সুরক্ষিত অবস্থায় লাল ফিতা বা লাল চিহ্ন দিয়ে রাখার জন্য। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল বিভাগের কর্মকর্তারা এসে তা পরীক্ষা করবেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।  

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দীন বাংলানিউজকে বলেন, মর্টারশেলটি আপাতত পুলিশের পাহারায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।