শুক্রবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এফইএস/আরবি/