ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ভোটার দিবস উপলক্ষে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
কুড়িগ্রামে ভোটার দিবস উপলক্ষে র‌্যালি

কুড়িগ্রাম: কুড়িগ্রামে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।