শুক্রবার (০১ মার্চ) দুপুরে মোড়েলগঞ্জ ছোলমবাড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন নদীতে সেতু নির্মাণের জন্য অর্থায়নকারী সংস্থার প্রতিনিধি দল, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও সড়ক জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, কেইএইডি’র সিনিয়র ইকোনোমিস্ট মাহমুদ আলী আল এরিয়ানী, সিনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজার মুহাম্মদ আল হাদ্দীদী, সিনিয়র লিগ্যাল অ্যাডভাইজার হাসান মুদাল্লাল, সহকারী লিগ্যাল অ্যাডভাইজার তাহের আল খাতীব, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহকারী প্রধান এসএম হাসান প্রমুখ।
পরিদর্শন শেষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহকারী প্রধান এসএম হাসান বলেন, কেইএইডি’র চার সদস্যের দল সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেছেন। এখন সরকারের সঙ্গে তাদের সেতু নির্মাণ সংক্রান্ত বিভিন্ন আলোচনা হবে। তারপর সরকারের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। চুক্তির পরে যতদ্রুত সম্ভব কাজ শুরু হবে।
সড়ক জনপথ বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, পানগুছি নদীর উপর ১৪শ’ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। সেতু নির্মাণে দাতা সংস্থা হিসেবে কেইএইডি বিনিয়োগ করতে সম্মত হয়েছেন। প্রাথমিক অবস্থায় ৩৭০ কোটি টাকা সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে।
বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন বলেন, আমার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের একটা অন্যতম প্রত্যাশা পানগুছি নদীতে একটি সেতু নির্মাণ। আশা করি স্বপ্নের এ সেতুটি বাস্তবে রূপ নেবে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এনটি