শুক্রবার (০১ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন এ দণ্ড দেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বালিয়াডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহনপুর ও ভবানিপুর মোন্না পাড়ায় দু’টি বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে।
অপরদিকে একই উপেজলার ভবানীপুরে বাল্যবিয়ের অনুষ্ঠানে অভিযান চালিয়ে কনের খালা মোসলেমা খাতুন ও তার স্বামী আবুল কাশেমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বাল্যবিয়েমুক্ত করতে কোথাও কোনো বাল্যবিয়ে অনুষ্ঠিত হলে তা জানানোর আহবান জানিয়ে ইউএনও আলমগীর হোসেন আরও জানান, এ বিয়ে বন্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
আরএ