শুক্রবার (০১ মার্চ) কোটালীপাড়া উপজেলার বুরুয়া গ্রামের প্রেমিক রথীন বাড়ৈর (২৫) বাড়িতে অবস্থায় নেয় তার প্রেমিকা।
জানা যায়, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বাগলবাড়ী গ্রামের এক ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে একই উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামের কাশিনাথ বাড়ৈর কলেজ পড়ুয়া ছেলে রথীন বাড়ৈর প্রেমের সম্পর্ক ছিলো।
গোপালগঞ্জ মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের ওই শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, রথীন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা করছে। আমাকে যদি রথীন বিয়ে না করে তাহলে আমি এ বাড়িতেই লাশ হয়ে শ্মশানে যাবো।
রথীনের মা কানন বাড়ৈ বাংলানিউজকে বলেন, রথীনের সঙ্গে এই মেয়েটির সম্পর্কের কথা আমাদের জানা নেই। রথীন দুই মাস ধরে বাড়িতে আসে না। সে বর্তমানে ঢাকায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এনটি