ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

গোপালগঞ্জ: বিয়ের দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা।
 

শুক্রবার (০১ মার্চ) কোটালীপাড়া উপজেলার বুরুয়া গ্রামের প্রেমিক রথীন বাড়ৈর (২৫) বাড়িতে অবস্থায় নেয় তার প্রেমিকা।  

জানা যায়, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বাগলবাড়ী গ্রামের এক ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে একই উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামের কাশিনাথ বাড়ৈর কলেজ পড়ুয়া ছেলে রথীন বাড়ৈর প্রেমের সম্পর্ক ছিলো।

বিয়ের প্রলোভন দিয়ে রথীন বাড়ৈ তার প্রেমিকার সঙ্গে শারিরীক সম্পর্ক চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রথীন পালিয়ে যায়। এরপর ওই ছাত্রী কোনো উপায় না দেখে বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে রথীনের বাড়িতে অবস্থান নেয়।  

গোপালগঞ্জ মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের ওই শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, রথীন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা করছে। আমাকে যদি রথীন বিয়ে না করে তাহলে আমি এ বাড়িতেই লাশ হয়ে শ্মশানে যাবো।  
 
রথীনের মা কানন বাড়ৈ বাংলানিউজকে বলেন, রথীনের সঙ্গে এই মেয়েটির সম্পর্কের কথা আমাদের জানা নেই। রথীন দুই মাস ধরে বাড়িতে আসে না। সে বর্তমানে ঢাকায় রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।