ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় মাছ শিকারের দায়ে ১৩ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
ভোলায় মাছ শিকারের দায়ে ১৩ জেলের কারাদণ্ড

ভোলা: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে মাছ শিকারের দায়ে  ১৩ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (১ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন এ রায় দেন।  
দণ্ডপ্রাপ্তরা হলেন- হানিফ, আব্দুর রব, জসিম, সবুজ, রুবেল, কামাল, শাজাহান, আলম, মফিজ, ইউনুস, নুরউদ্দিন, ফারুক ও রুবেল।

তাদের বাড়ি সদর উপজেলার ধনিয়া, মদনপুর ও ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।  
 
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছের অভয়াশ্রমে জেলেরা যাতে মাছ শিকার করতে না পারে সে লক্ষ্যে মৎস্য বিভাগের একটি টিম অভিযানে নামে। এ সময় অভিযান দলটি মেঘনা ও তেঁতুলিয়া নদীর নাছির মাঝি, ভোলার খাল, কাঠির মাথা ও ইলিশা পয়েন্ট থেকে মাছ শিকারের দায়ে ১৩ জেলেকে আটক করে।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।
 
ভোলার মেঘনা নদীর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত ৯০ ও তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার অভয়াশ্রম এলাকা হিসেবে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসময় ইলিশসহ যেকোনো মাছ ধরা, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় বলে জানায় মৎস্য বিভাগ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।