শুক্রবার (০১ মার্চ) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ-কাশোরারচর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন বাবু কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ-কাশোরারচর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সুজন ওই রেল ক্রসিং এলাকা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী আন্ত:নগর বিজয় ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন (ইউপি) পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য রেহেনা খাতুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এনটি