‘ব্যবসায়িক উন্নয়নে মানবসম্পদের ভূমিকা’ স্লোগানে শুক্রবার (১ মার্চ) রাজধানীর মহাখালীর রাওয়া কনভেশন সেন্টারে এ সামিট অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।
এছাড়া বক্তব্য রাখেন আইপিএম এর বর্তমান সভাপতি আনোয়ারুল আজিম, সাবেক সভাপতি এ বি এম ওসমান গণী, এফবিএইচআরও এর সভাপতি ও আইপিএম এর প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) ও আইপিএম এর সেক্রেটারি জেনারেল শাকিল মেরাজ।
‘ব্যবসায়িক উন্নয়নে মানবসম্পদের ভূমিকা’ আলোচনা করেন এফবিএইচআরও এর সভাপতি মোশাররফ হোসেন।
'প্রতিষ্ঠানে দক্ষ মানবসম্পদের অবদান' বিষয়ে আলোচনা করেন ড. যোগেশ কুমার উপাধ্যায়।
'ব্যবসায়িক উন্নয়নে প্রতিষ্ঠানের গঠন ও পুনর্গঠন' বিষয়ে আলোচনা করেন গ্লোবাল থট লিডার ড. অ্যাডভোকেট এল হ্যান্সন।
১৯৮০ সালে প্রতিষ্ঠিত আইপিএম দেশের সবচেয়ে প্রথম বা পাইওনিয়ার এইচআর অর্গানাইজেশন। আইপিএম কর্মী ব্যবস্থাপনা পেশার সঙ্গে নিয়জিত পেশাজীবীদের সংগঠন। প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসা, শিল্প বা সেবা খাতে প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে কোয়ালিটি প্রোডাক্ট বা সার্ভিসের বিকল্প নেই। আর এ কোয়ালিটি প্রোডাক্ট বা সার্ভিস নিশ্চিত করতে পারে কেবল কোয়ালিটি পিপল। সেই লক্ষ্যে স্নাতকোত্তর, পোস্ট গ্রাজুয়েট, ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ কোর্স পরিচালিত করে আসছে।
সমাপনী পর্বে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন (সেক্রেটারি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়), জামাল মো. আবু নাসের (সিইও, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি), অরুপ দাসগুপ্ত (সিইও, লাইফ ইন্সুরেন্স করপোরেশন অব বাংলাদেশ) সহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এসএইচ/