ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রাস্তার মালিকানা নিয়ে দু’পক্ষের মধ্যে সংর্ঘষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

শুক্রবার দুপুরে বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাকৈর গ্রামের ইংল্যান্ড প্রবাসী আব্দুল আলীর সঙ্গে একটি রাস্তার মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের আব্দুল কদ্দুছ এবং গেদেল মিয়াদের। এর জেরে শুক্রবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে অর্ধশতাধিক লোকজন আহত হন।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ইদ্রিস আলম জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

তারা হলেন- তাহির আলী (২৫), আবুল মিয়া (৩২), এখলাছ আহমেদ (৬০), জিবলু আহমেদ (৩২), জামিল আহমেদ (৩৮), আলী মিয়া (২৪), গেদল মিয়া (৭০), রায়তারা খাতুন (৪২), কাওছর মিয়া (৪১), ছাতির মিয়া (২৮), বজলু মিয়া (৪৪), বাচ্চু মিয়া (৩২) ও  মাহাবুবুর রহমান (২১)। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, সংঘর্ষের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।