ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাধারণ সম্পাদকের ওপর হামলায় ডিআরইউর উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
সাধারণ সম্পাদকের ওপর হামলায় ডিআরইউর উদ্বেগ

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের গাড়িতে দুর্বৃত্তের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ।

শুক্রবার (০১ মার্চ) বিকেলে এক বিবৃতিতে ডিআরইউর সভাপতি ইলিয়াস হোসেন ও কার্যনির্বাহী কমিটির নেতারা এ উদ্বেগ ও নিন্দা জানান।

বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে কবির আহমেদ খান পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহের ত্রিশালের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

গাজীপুরের গাজীপুরা নামক এলাকায় মহাসড়কে আনুমানিক রাত ১টার দিকে যানজটে থাকাকালীন দেশীয় অস্ত্রসহ হঠাৎ ৫ থেকে ৬জন দুর্বৃত্ত গাড়ির দরজা খুলতে বলেন। দরজা খুলতে দেরি হলে তারা বড় ছুরি ও রামদা দিয়ে জানালা ভেঙে ফেলে। গাড়ি ভাঙচুর করায় ভাঙা কাঁচের টুকরোর আঘাতে গাড়িতে থাকা সবাই আহত হয়। তখন স্ত্রী ও সন্তানদের অস্ত্র ঠেকিয়ে মোবাইল, স্বর্ণালংকার-টাকাসহ ভ্যানিটি ব্যাগ ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার পর তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মোবাইলে সহযোগিতা চেয়েও পাননি কবির আহমেদ খান। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় এজাহার দাখিল করা হয়েছে। ডিআরইউ নেতারা, কবির আহমেদ খান ও তার পরিবারের ওপর হামলাকারীদের দ্রুত শনাক্ত করে এ ন্যাক্কারজনক হামলায় জড়িতদের বিচার ও ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বাবান জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।