শুক্রবার (০১ মার্চ) বিকেলে উপজেলার রাধানগর ছিয়াত্তরবিঘি এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ওমর ফারুক শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাধানগর ছিয়াত্তরবিঘির মো. নুরু আলীর ছেলে।
পুলিশ জানায়, বিকেলে ওমর ফারুককে নিজ বাড়ির টিউবওয়েলের কাছে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত অবস্থায় ওই শিশুর বাম হাতে রুটি ও ডান হাতে পানি মগ ছিল। ধারণা করা হচ্ছে গলায় রুটি আটকে শিশুটি মারা যেতে পারে। শিশুটি বেশ কয়েকদিন ধরে ঠাণ্ডা জ্বরে ভুগছিল।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস মৃধা বাংলানিউজকে জানান, ওই শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এনটি