শুক্রবার (০১ মার্চ) দুপুরে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ নগরের ইসলামপাড়া সড়কের সোহেল হাওলাদারের ছেলে এবং উত্তর সাগরদী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ বাংলানিউজকে জানান, জিহাদ তার আত্মীয়ের বাসায় অনুষ্ঠানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় জিহাদ। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এমএস/এএটি