শুক্রবার (০১ মার্চ) সন্ধ্যায় আটকের বিষয়টি বাংলানিউজকে জানান র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক।
তিনি জানান, দিনব্যাপী অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সোহেল (২০), ইয়াসিন (১৯) ও ৯ জন কিশোর সদস্যকে আটক করা হয়েছে।
সোহেল ও ইয়াসিনের নেতৃত্বে সংঘবদ্ধ কিশোর চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী ও এর আশেপাশের এলাকায় পথচারীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
পিএম/জেডএস